ভূয়া ও হিংসা ছড়াতে পারে এমন পোস্ট নিজে থেকে সরিয়ে নেবে ফেসবুক।ফেসবুক কর্তৃপক্ষ জানায় আগামী কয়েক বছরের মধ্যে এই নীতি সকল দেশে চালু করবে।
ফেসবুকের মুখপাত্র বলেন, ফেসবুকে নতুন করে এই নীতি চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে ফেসবুকে সকল ধরনের হিংসা, বিদ্বেষ গুজব ছড়ানো রুখা যাবে। ফেসবুক নিজে থেকে এ ধরনের পোস্ট সরিয়ে নিবে।
সামাজিক গণমাধ্যমটির দাবি তারা ইতিমধ্যে শ্রীলংকায় নতুন এ নীতি চালু করে সাফল্য পেয়েছে।এবার সেই পদ্ধতিই সারা বিশ্বে কার্যকর করা হচ্ছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন।
উল্লেখ্য, গত কিছুদিন আগে শ্রীলঙ্কায় সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয় বৌদ্ধদের হত্যার উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন খাবারে বিষ মিশিয়ে বিক্রি করছে। তার জেরে শ্রীলঙ্কার নানা জায়গায় জাতি হিংসা ছড়িয়ে পড়ে।এরপর ফেসবুক কর্তৃপক্ষ শ্রীলঙ্কায় এই নীতি প্রয়োগ করে এবং সমস্ত উস্কানিমূলক পোস্ট মুছে দিতে শুরু করে।