ভারতের কংগ্রেস দলীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জীবনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বায়োপিক ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ছবিটি পরিচালনা করছেন বিজয় রত্নাকর এবং ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের।
সোমবার ছবির পুরো কাস্টের ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন অনুপম। ছবিতে অনুপম খের ছাড়াও ছিলেন অহনা কুমরা, অর্জুন মাথুর, দিব্যা শেঠ এবং সুজান বার্নার্টকে। বায়োপিকে প্রিয়াঙ্কা ভদ্রা এবং রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে অহনা কুমরা এবং অর্জুন মাথুর। সোনিয়া গান্ধীর চরিত্রে দেখা যাবে সুজানকে এবং মনমোহন সিং-এর স্ত্রী’র চরিত্রে দেখা যাবে দিব্যা শেঠকে। ছবিটির শুটিং চলছে লন্ডন এবং নিউ দিল্লিতে।
অনুপম খেরের রাজনৈতিক ছবি ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে। বিজয় রত্নাকর পরিচালিত ছবিটির সঙ্গে শাহরুখ খানের ‘জিরো’র বক্স অফিস সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দুটি ছবি একই দিনে মুক্তি পেতে চলেছে।