লাওসে বাঁধ বিধ্বস্ত হয়ে শত শত মানুষ নিখোঁজ

আন্তর্জাতিক খবর

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র লাওসের আট্টাপু প্রদেশে জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্ত হয়ে শত শত মানুষ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।

সোমবার রাতের কোনো এক সময় বাঁধটি ভেঙে ছয়টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দেয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘লাওস নিউজ এজেন্সি’র বরাতে এ তথ্য জানা গেছে।

লাওসের গণমাধ্যমে বলা হয়েছে, অনেকের প্রাণহানি ঘটেছে। শত শত মানুষ নিখোঁজ। আকস্মিক বন্যায় ৬ হাজার ৬০০ মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

লাওসের প্রধানমন্ত্রী থংলুন সিসলথ সব সরকারি আলোচনা বাতিল করে কর্মকর্তাদের নিয়ে বন্যাদুর্গত সানম্যাক্সে জেলায় ত্রাণ কার্যক্রম পরিদর্শন করছেন।

‘জাইপিয়ান-জে নাম নয়’ নামের বাঁধটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ সরকারসহ অন্যদের কাছে জরুরি সাহায্য চেয়ে আবেদন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *