জয়ন্ত চট্টোপাধ্যায় কেবলমাত্র একটি নাম নয়, একটি অনন্য প্রতিষ্ঠান। আবৃত্তি জগতের সকলের প্রিয় ‘জয়ন্তদা’। মঞ্চে জয়ন্ত চট্টোপাধ্যায়কে যারা দেখেছেন, তাঁরা এবার দীর্ঘ সময় তাঁর আবৃত্তি শোনার সুযোগ পাবেন। এবার মঞ্চে টানা ১০০ মিনিট কবিতা আবৃত্তি করবেন তিনি।
২৮ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে জয়ন্ত চট্টোপাধ্যায়ের একক আবৃত্তিসন্ধ্যা ‘অরূপ তোমার বাণী’। সন্ধ্যাজুড়ে ১০০ মিনিট আবৃত্তি করবেন তিনি। সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজনটি করছে হরবোলা।
দুই দশক পূর্তিতে হরবোলা আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা—‘হরবোলার এক কুড়ি’। জয়ন্ত চট্টোপাধ্যায়ের একক আবৃত্তিসন্ধ্যা এরই অংশ।