জহিরুল ইসলাম সেতু ।
রাজধানী ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চম তলায় আর্ট গ্যালারীতে চলছে শিল্পী সুশান্ত কুমার অধিকারীর চিত্র প্রদর্শনী। “বনলতা” শীর্ষক এ প্রদর্শনীতে শিল্পীর মোট ৩৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ৯ জুলাই’১৮তে এ প্রদর্শনী শুরু হয়েছে, শেষ হবে ১৫ জুলাই’১৮। প্রতিদিন দর্শকদের জন্য উন্মুক্ত থাকে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বাংলার চিরায়ত নারীরূপকে শিল্পী তুলে ধরেছেন চমৎকার সৌকর্যে। যেখানে বনলতা এসেছে প্রতিনিধি হয়ে। সাথে আছেন আরো অনেকে, হৈমন্তী, কৃষ্ণকলী, চারুলতা, সুনয়না, লাবন্য, নার্গিস, শ্যামলী অনেকে। সাহিত্যিকদের লেখনীতে গড়া বিভিন্ন নারী চরিত্রকে শিল্পী সুশান্ত মূর্ত করেছেন তাঁর রঙ তুলির সুনিপুণ আঁচড়ে। আবার সাওতাল রমনী বরেন্দ্রীও এসেছেন নিগুঢ় মমতায়। চিত্রা পাড়ের মোনালিসাও বাদ পড়েননি শিল্পীর অনুপম শিল্পের ছোঁয়া থেকে। এছাড়া শিল্পী নিজেকেও উপস্থাপন করেছেন সাবলীল রসাত্মবোধে। শিল্পামোদি দর্শকদের মুগ্ধ করবে এ প্রদর্শনী।