সোনার দাম ভরিতে কমছে ১১৬৬ টাকা

খবর লাইফস্টাইল

বিশ্ববাজারে সোনার দর কমায় দেশের বাজারে সোনার দর প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েলার্স সমিতি সোনার দর কমানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।শুক্রবার থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হবে।

দর হ্রাস পাওয়ায় ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৩৬৪ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ২৯১ টাকায় বিক্রি হবে।

তবে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম কমছে না। অর্থাৎ সোনার ভরি আগের মতোই ২৭ হাজার ৫৮৬ টাকা, এবং রুপার ভরি ১ হাজার ৫০ টাকায় অপরিবর্তিত থাকছে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন মূল্যতালিকা অনুযায়ী সোনা ও রুপা বিক্রয়ের অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ২১ জুন সোনার ভরির দর ১ হাজার ১৬৭ টাকা হ্রাস করেছিল জুয়েলার্স সমিতি। সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল প্রায় ১ হাজার ২৭১ মার্কিন ডলার। এরপর গত এক মাসে ধারাবাহিকভাবে সোনার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *