বিশ্বের সর্ববৃহত্ ‘সার্চ ইঞ্জিন’ গুগলকে ৫শ’ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়।
এছাড়া গুগলকে অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমও বন্ধ করার নির্দেশ দিয়েছে ইইউ’র অ্যান্টিট্রাস্ট রেগুলেটর। এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল।
ইইউ’র কম্পিটিশন কমিশনার মার্গারেট ভেস্তাগের টুইটার বার্তায় জানান,ইইউ’র অ্যান্টিট্রাস্ট নিয়ম লঙ্ঘন করেছে গুগল। অন্যান্যদের সুযোগ না দিয়ে নিজেদের ইচ্ছেমতো ব্র্যান্ডকে অনৈতিক সুযোগ পাইয়ে দিয়েছে তারা যা ইইউ কখনোই মেনে নেবে না।
তিন ধরনের নিয়ম ভাঙার অভিযোগে গুগলকে ৫ বিলিয়ন ডলার বা ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।