ঈদ-উল-আজহার ৫ম দিন চ্যানেল নাইনের পর্দায় আসছে জিয়াউল হক পলাশ পরিচালিত টেলিফিল্ম “ফ্রেন্ডস উইথ বেনেফিটস”। বন্ধুত্বের নানা দিক নিয়ে চমকপ্রদ বেশকিছু বিষয় দেখা যাবে এই টেলিফিল্মে।
জিয়াউল হক পলাশ এর পরিচালনায় প্রথম টেলিফিল্ম “ফ্রেন্ডস উইথ বেনেফিটস”। এর আগে জিয়াউল হক পলাশ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জনপ্রিয়তার জায়গা অর্জন করে নিয়েছেন। পরিচালনার প্রথম কাজটি নিয়েও তিনি আশাবাদী।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন এসময়ের তরুণ অভিনেতা অভিনেত্রীরা। “ফ্রেন্ডস উইথ বেনেফিটস” এ দেখা যাবে ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, শামীম হাসান সরকার, তামিম মৃধা সহ আরো অনেক তারকাদের।
“ফ্রেন্ডস উইথ বেনেফিটস”, গল্পটা মূলত বন্ধুত্ব সম্পর্কীয় ২ জন ব্যক্তিকে নিয়ে। ঘটনাচক্রে তাঁরা একটি বিশেষ উদ্দেশ্যে ঢাকার বাইরে যায়। এই বিশেষ উদ্দেশ্যটিকে ঘিরে ঘটে চলা নানারকম ঘটনা নিয়ে “ফ্রেন্ডস উইথ বেনেফিটস”।
নাটকটি দর্শকদের মনে ভালোবাসা তথা বন্ধুত্বের জায়গাটিকে আরো গভীর থেকে ভাবাবে বলেই ধারণা করেন পরিচালক। ২৬ আগস্ট রবিবার টেলিফিল্মটি প্রচারিত হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।