আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন জনসন (ডিজে) ব্রাভো। আজ বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যেমে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে ব্রাভো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ থেকে আজ আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি। ২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মেরুন রঙের টুপি পাওয়ার পর খেলাটির প্রতি টান আগের মতোই আছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যত দিন সম্ভব খেলে যেতে হবে। তাই এর আগে সবাই যা করেছে সেটাই করতে চাই—পরবর্তী প্রজন্মের জন্য আন্তর্জাতিক ময়দান ছেড়ে দেওয়া।’
ব্রাভো ২০১০ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন। ২০১৪ সালে ভারতের বিপক্ষে ধর্মশালায় সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। এরপর থেকে একজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই আবির্ভূত হন তিনি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজের অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন তিনি।
গত অর্ধ যুগের মধ্যে নিজেকে টি-টোয়েন্টির খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই অলরাউন্ডার। জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন ব্রাভো।