আবরার আর অনিতার নতুন সংসারে সব কিছুই এলোমেলো। একটু একটু করে গোছাচ্ছে তারা। অনলাইনে ছোট্ট একটা বইয়ের ব্যাবসা শুরু করেছে মাত্র। ভালোই অর্ডার আসতে শুরু করেছে। দু’জনেই খুব খুশি। এমন সময় আবরারের জীবনে আসে অন্য একটা মেয়ে। যে মেয়েটি প্রতিদিন অনেক বইয়ের অর্ডার করে। আবরারের কাছে সে সময় কিনতে চায়, যার বিনিময়ে মেয়েটি আবরারকে মোটা অংকের টাকা অফার করে। আবরারও রাজি হয়ে যায়। ধীরে ধীরে আবরার আর অনিতার সম্পর্ক খারাপ হতে থাকে। এভাবেই এগিয়ে যায় “মধ্যাহ্নে বিরতি” এর কাহিনী। শরীফ আবদুল্লাহ এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এসময়ের জনপ্রিয় নির্মাতা রিন্টু পারভেজ।
“ফিল্ম হকার” প্রযোজিত এই নাটকটিতে অভিনয় করেছেন- আরমান পারভেজ মুরাদ, সামিয়া নাহি, সীমানা, ফিরোজ তোহা।আগামী ২ নভেম্বর রাত ৯ টায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে নাটকটি।