বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় খলিলুর রহমান (৬৫) নামে এক
আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গুদিঘাটা গ্রামে ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাকে হত্যা করে।
তার স্ত্রী লিলি বেগম বলছেন, রাত ১টার দিকে ‘একদল মুখোশধারী লোক’ সিঁধ কেটে ঘরে ঢুকে তার স্বামী খলিল মোল্লার হাত-পা বেঁধে ফেলে এবং তাকে তোষক চাপা দিয়ে দুই লাখ টাকা দাবি করে। ধস্তাধস্তির মধ্যে শ্বাসরোধে খলিলের মৃত্যু হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ উজ্জামান বলেন, খলিল মোল্লার দুই স্ত্রী। পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না পুলিশ খতিয়ে দেখছে। লিলি বেগমের কথায় কিছুটা গড়মিল পাওয়া যাচ্ছে।