অবৈধ পথে প্রবেশের সময় বেনাপোলে ৪১জন আটক

খবর খুলনা বিভাগ সমগ্র বাংলাদেশ

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আজ শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ৪১জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো দালালকে আটক করতে পারেনি বিজিবি।

আটকদের মধ্যে রয়েছে ৮ জন শিশু, ১০ জন নারী ও ২৩ জন পুরুষ। আটককৃতরা জানায়, তাদের বাড়ী নড়াইল, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধপথে শিশুসহ নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা এ সীমান্ত দুটিতে অভিযান চালায়। এ সময় ৮ জন শিশু, ১০জন নারী এবং ২৩ জন পুরুষকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাদের সঙ্গে থাকা দালালরা।

বিজিবির হাতে আটক নারী-পুরুষরা জানান, ভারতের মোম্বাই, কোলকাতা ও নদীয়া শহরে বিভিন্ন বাসা বাড়ি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *