টেস্ট অভিষেকটা স্বপ্নের মতো হল নাঈম হাসানের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট শিকার করেছেন ১৭ বছর বয়সী এই অফস্পিনার।
আর এর মাধ্যমেই বিশ্বরেকর্ডের খাতায় নাম লিখালেন তিনি। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টেস্টে ৫ উইকেটে নিয়েছেন নাঈম। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে।
নাঈমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৩২৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজরা। ফলে ৭৮ রানের লিড পায় বাংলাদেশ।
রোস্টন চেজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে শুরু, জোমেল ওয়ারিকানকে দিয়ে পূর্ণ হলো পাঁচ উইকেট। মাঝে তিনি সাজঘরে ফেরান সুনিল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু ও কেমার রোচকে। নিজের অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন চট্টগ্রামের এ তরুণ।
২০১১ সালে ১৮ বছর ৬ মাস ৯ দিন বয়সে নিজের অভিষেকে ৭৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। এতদিন ধরে এটিই ছিলো সবচেয়ে কম বয়সে অভিষেকে পাঁচ কিংবা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড। বাংলাদেশের নাঈম মাত্র ১৭ বছর ১১ মাস ২০ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে গড়লেন নতুন রেকর্ড।
অভিষেকে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়লেও, অল্পের জন্য সবমিলিয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়া হয়নি নাঈমের। ১৯৫৮ সালে ১৬ বছর ৯ মাস ৩০ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে এ রেকর্ড নিজের দখলে নিয়ে রেখেছেন পাকিস্তানের উসমান ঘানি।
এ রেকর্ডের দ্বিতীয় নামটিও একজন পাকিস্তানির। ২০০৯ সালে ১৭ বছর ৮ মাস বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ আমির। এ দুইজনের পরের নামটিই এখন নাঈম হাসানের।