রাত যাদের পছন্দ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহরে ঢুঁ মারতে পারেন। কারণ ওই শহরটিতে এক নাগাড়ে ৬৫ দিন ধরে দেখা মিলবে না সূর্যের। এর মানে ২৪ ঘণ্টাই রাতে আবহ থাকবে ওই শহরে।
শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায়। এর কেতাবি নাম উটকিয়াগভিক। আর স্থানীয়রা ডাকেন বারোউ নামে। এই শহরে গত রোববার সর্বশেষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা গেছে। আগামী দুই মাস আর সূর্য ওঠা দেখবেন না এই শহরের মানুষ। সঠিক হিসেব ৬৫ দিন। রোববার বেলা ১টা ৪৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে সূর্যাস্ত হয়। আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত আর সূর্য উদিত হবে না এই শহরে।
শহরটিতে মাত্র ৪ হাজার মানুষ থাকেন। এরা সবাই এই সময় অর্থাৎ ৬৫ দিন অন্ধকারের মধ্য থাকবেন। এই অন্ধকারের সময়টিকে বলা হয় ‘পোলার নাইট’। শহরের মানুষজন পরবর্তী ৬৫ দিনের জন্য অন্ধকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন।
মার্কিন আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, যেসব স্থানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সূর্যোদয় হয় না সেসব এলাকায় ‘পোলার নাইট’ একটি প্রচলিত পরিভাষা।
জোনস বলেন, এটি প্রতি বছরই ঘটে। আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন। তবে ভালো খবর হচ্ছে, গ্রীষ্মকালে কিন্তু এই অবস্থা পুরোপুরি উল্টো, সেসময় সূর্য কয়েক দিনের জন্য অস্ত যায় না।
তবে শুধু উটকিয়াগভিক শহরের মানুষকেই এমন অন্ধকারে সময় কাটাতে হয়, ব্যাপারটা এমন নয়। আলাস্কার আরও কয়েকটি শহরের মানুষ এমন অভিজ্ঞতার মুখোমুখি হন। তবে উটকিয়াগভিকের সর্ব উত্তরের শহরগুলোর একটি হওয়ায় সেখানকার বাসিন্দারা সবার আগে ‘পোলার নাইট’ পান।
সিএনএনের খবরে বলা হয়েছে, কাকটোভিক, পয়েন্ট হোপ এবং আনাকটুভুক পাস শহরের বাসিন্দারাও এক থেকে দুই মাস অন্ধকারে কাটাবেন। এসব শহরে সর্বশেষ সূর্যাস্ত হবে নভেম্বরের শেষদিক বা ডিসেম্বরের শুরুর দিকে।