রাজধানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের’ চতুর্থ আসর।
তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার নৃত্যদল ভাবনার পরিবেশনায় শুরু হয় আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে এই ফেস্ট চলবে রাত ১২টা পর্যন্ত।
সান ফাউন্ডেশন আয়োজিত এ উৎসবের মূল পৃষ্ঠপোষক মেরিল। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন ও রাঁধুনী। এবারের আয়োজনে একই মঞ্চে হাজির হবেন বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে ১৭৪ জন শিল্পী।