জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি পেলেন না মুমিনুল হক। ১৬১ রান করা এই এই ব্যাটসম্যান দিনের শেষ ভাগে এসে আউট হয়ে গেছেন। দেড় শতক পার করে এবারও ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা হলো না মুমিনুলের।
তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি রেকর্ড স্পর্শ করেছেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি।
এই ভেন্যুতে এক ইনিংসে এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল তামিম ইকবালের। ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ১৮৩ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এবার ১৬১ রান করে তাকে ছাড়িয়ে গেলেন মুমিনুল।
মিরপুরের এই ভেন্যুতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক পাকিস্তানের আজহার আলী। ২০১৫ সালে মে মাসে বাংলাদেশের বিপক্ষে ৪২৮ বলে ২২৬ রানের ইনিংস খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার।
জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এই সিরিজে হার এড়াতে এ ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। সেই মিশনে ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ৫ উইকেটে ৩০৩ রান করেছে।
মুমিনুল ছাড়াও এদিন সেঞ্চুরি করেন মুশফিক। ১০১ রানে অপরাজিত মুশফিকের সাথে আগামীকাল মাঠে থাকবেন অধিনায়ক মাহমুদুল্লাহ।