জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন ঐক্যফ্রন্টের নেতারা।
বিএনপি, গণফোরাম, জাসদ (জেএসডি), নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত। নতুন এই রাজনৈতিক জোট নির্বাচনে যাওয়াকে আন্দোলনের অংশ বলছে। অবশ্য তাঁরা নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়েছেন। তাঁরা বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। সেখানে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তাঁরা সরকার ও নির্বাচন কমিশনের দিকে কড়া নজর রাখবেন।
ঐক্যফ্রন্টের ঘোষণার ১৫ মিনিট আগে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটও ভোটে যাওয়ার ঘোষণা দেয়। গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০-দলীয় জোটের নেতা এলডিপির সভাপতি অলি আহমদ এই ঘোষণা দেন।