এবার বলিউড পেতে যাচ্ছে আরেকজন আলিয়াকে। তার নাম আলিয়া ফার্নিচারওয়ালা। তিনি বলিউডের সাবেক তারকা পূজা বেদির মেয়ে।
ফিল্মফেয়ার থেকে জানা গেছে, নিতিন কাক্করের ‘জওয়ানি জানেমান’ ছবিতে তিনি অভিনয় করবেন। আগামী বছর লন্ডনে ছবিটির শুটিং শুরু হবে। ধারণা করা হচ্ছে, আগামী বছরই বলিউডে অভিষেক হবে আলিয়া ফার্নিচারওয়ালার।
‘জওয়ানি জানেমান’ ছবির সঙ্গে জড়িত একটি সূত্র ফিল্মফেয়ারকে বলেছে, আলিয়া ফার্নিচারওয়ালাকে নিতিন কাক্করের ছবিতে অভিনয় করতে দেখা যাবে, এটা নিশ্চিত। ছবির চিত্রনাট্য আলিয়া পড়েছেন। তাঁর খুব পছন্দ হয়েছে।
এখানে সাইফ আলী খান তাঁর বাবার চরিত্রে অভিনয় করবেন। এ ব্যাপারে আলিয়া খুবই খুশি। প্রথম ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত তিনি।