ভোট গ্রহণের তারিখ পেছালো নির্বাচন কমিশন

খবর জাতীয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর। তফসিলের অন্যান্য তারিখ পরে জানানো হবে।

ঐক্যফ্রন্ট গতকাল রোববার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তফসিল এক মাস পেছানোর দাবি জানায়। আর বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ভোটের তারিখ ও অন্যান্য তারিখ এক সপ্তাহ পেছানোর দাবি জানায়। দুটি জোটই গতকাল ইসিতে আলাদা চিঠি দেয়। এ ছাড়া পুনঃ তফসিলের দাবি জানায় বাম গণতান্ত্রিক জোটও।

অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ইসি তফসিল পেছাতে চাইলে আওয়ামী লীগ আপত্তি করবে না।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এ ছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। এখন ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *