মাউরো ইকার্দির বিশ্বাস আগামী বছরের কোপা আমেরিকার আগেই লিওনেল মেসি আবার আর্জেন্টিনা দলে ফিরবেন।
আর্জেন্টিনা গত বুধবার মেক্সিকোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের পর এই আশাবাদ ব্যক্ত করেন ইকার্দি। খেলাটিতে ইকার্দি ও পাওলো দিবালা প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে গোলের দেখা পান। ইকার্দি দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন। এরপর ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি বর্তমানে কোপা আমেরিকার জন্য দল গড়তে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। অপর দিকে, মেসি বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায়ের পর আর আর্জেন্টিনার হয়ে খেলছেন না। তিনি কোচকে জানিয়ে রেখেছেন আপাতত তাকে যেন বিবেচনা করা না হয়।
কোচ স্কালোনির অধীনে আর্জেন্টিনা ইতোমধ্যে যে ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে কেবল একটিতে হেরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ মেক্সিকোর বিরুদ্ধে জয়টির পর ইকার্দি টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘তিনি হলেন বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা সবাই আশা করি, তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন। বিশেষ করে যখন কোপা আমেরিকা আসছে।’