ইউএস বাংলা এয়ারলাইনসের বহরে থাকা সাতটি উড়োজাহাজ সাতটি দেশে চলাচল করছে। আগামী বছরের শুরুতে এই বহরে আরও পাঁচটি উড়োজাহাজ যোগ হচ্ছে।
ইউএস বাংলা সূত্র জানায়, ২০১৪ সালের ১৭ জুলাই ইউএস বাংলার এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকা-যশোর রুটে প্রথমে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে উড়োজাহাজের সংখ্যা বাড়তে থাকে এবং তা মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাসকট, দোহা, চীনের গুয়াংজু এবং থাইল্যান্ডের ব্যাংককে চলাচল করছে।
ইউএস বাংলার উড়োজাহাজগুলো চার বছরে দেশে-বিদেশে ৫১ হাজার বার চলেছে। আগামী বছরের শুরুতে ইউএস বাংলা বহরে পাঁচটি উড়োজাহাজ যুক্ত হওয়ার পর তা ভারতের চেন্নাই, কলম্বো ও মালে রুটে চলবে।
ইউএস বাংলা এয়ারলাইনসের মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনসের বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, নতুন বছরের শুরুতে ইউএস বাংলা এয়ারলাইনসের বহরে আরও পাঁচটি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এগুলো ভারতের চেন্নাই, শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে রুটে চলবে।