যৌথ প্রযোজনা নয়, সরাসরি ভারতের বাংলা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিশা। থ্রিলার, রোমান্স ও গোয়েন্দাধর্মী গল্পের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ছবি ‘বোবা রহস্য’। ছবিটিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ছবিতে কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের তরুণ নায়ক আমান রেজাও অভিনয় করবেন। ছবিটি নির্মাণ করছেন অভিষেক বাগচি। প্রযোজনা করবেন সাগর সেন।
‘বোবা রহস্য’ ছবিতে অভিনয়ের ব্যাপারে তিশা ও আমান রেজার সঙ্গে আলোচনা চূড়ান্ত করার জন্য দুই দফা ঢাকায় আসেন এই ছবির প্রযোজক সাগর সেন। সপ্তাহ দু–এক আগে আমান এবং গত পরশু তিশা চুক্তিপত্রে সই করেছেন।
‘বোবা রহস্য’ ছবিটির শুটিং শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ছবিটির শুটিং হবে বলে জানা যায়।
ছবিটি ভারতীয় হলেও সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে। এই ছবির বাংলাদেশ অংশের পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।
প্রসঙ্গত, ‘বোবা রহস্য’ ছবির গল্প আবর্তিত হয়েছে তিশাকে কেন্দ্র করে। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, অরিন্দম বসু প্রমুখ।