একের পর এক টেলিভিশন ফিকশন নির্মানে ব্যস্ত তরুণ নির্মাতা রিন্টু পারভেজ। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে মুরাদ পারভেজ -এর ছোটগল্প অবলম্বনে তারই চিত্রনাট্য এবং রিন্টু পারভেজ-এর পরিচালনায় দৃশ্যধারন সম্পন্ন হল টেলিভিশন ফিকশন “বেটার হাফ” এর।
ফেসবুক -এর পরিচয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আসা একটি কিশোরী মেয়ে বয়ফ্রেন্ডকে না পেয়ে আশ্রয় পায় এক রেলকর্মকর্তার বাসায়। প্ল্যান ছিলো সেখানে থেকে খুঁজবে বয়ফ্রেন্ডকে। জে পেলো, কিন্তু ততোদিনে রেলকর্মকর্তার প্রেমে পড়ে যায় মেয়েটি। যদিও প্রথম দিন থেকেই মেয়েটিকে ভালো লেগেছিলো রেলকর্মকর্তার। এভাবেই এগিয়ে যায় “বেটার হাফ” -এর গল্প।
‘ফিল্ম হকার’ প্রযোজিত এই টেলিভিশন ফিকশনে অভিনয় করেছেন নিলয় আলমগীর, নবাগত সেতু হায়দার, অবাক রিয়াদ সহ আরো অনেকে।
কমলাপুর রেলওয়ে স্টেশন এবং লালমাটিয়ার বিভিন্ন লোকেশনে “বেটার হাফ” -এর দৃশ্যধারন করা হয়েছে।
নির্মাতা রিন্টু পারভেজ ফিকশনটি নিয়ে খুব আশাবাদী। তিনি বলেন, মুরাদ পারভেজের অসাধারন গল্পে অভিনয় শিল্পীরা র্দুদান্ত অভিনয় করেছেন। তিনি সকল কলাকুশলী এবং অভিনয় শিল্পীদের কাছে কৃতজ্ঞ। খুব শীঘ্রই স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে “বেটার হাফ”।