প্রতিবারের মতো এবারও সম্পন্ন হল ঢাকা কেন্দ্রের বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা । আজ ১৮ জানুয়ারি শুক্রবার তেজগাঁও কলেজে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মূখর ছিল পরীক্ষা কেন্দ্রটি। ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ৭২৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সাবেক সহ- সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সবেক সহ-সম্পাদক,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাজ্জাত হোসেন, মেহেরুন হাসান সোহেল, পরিচালক শাহাদাৎ নবী খোকা, এস এইচ এম সোহেল সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সাবেক সহ-সম্পাদক শান্তনু বিশ্বাস ও আর বি সুমন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ও সার্বিক তত্বাবধানে দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা এবারও ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হল।