থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসছেন মেক্সিকোর সুন্দরী ভেনেসে পন্সে দে লিওন । এ ছাড়া আসছেন গত বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নিজ নিজ মহাদেশের বিজয়ী সুন্দরীরা। তাঁদের উপস্থিতিতে ঘোষণা করা হবে ২০১৯ সালের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসরের বিস্তারিত।
১৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরবেন এমডব্লিউওর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জুলিয়া মোর্লে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন গত বছরের প্রতিযোগিতার বিজয়ী মেক্সিকোর সুন্দরী ভেনেসে পন্সে দে লিওন এবং বিভিন্ন মহাদেশের প্রতিনিধিত্ব করা সুন্দরীরা। লন্ডন থেকে পাঠানো প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।