ভারতের উত্তর প্রদেশের সন্ত কবিরনগর জেলায় আজ বুধবার সন্ধ্যায় নিজ দলের বিধায়ককে জুতাপেটা করলেন বিজেপির সাংসদ।
একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরে নাম থাকা না-থাকা নিয়ে এই তর্কাতর্কির শুরু হয়। একপর্যায়ে প্রকাশ্যে বিজেপির বিধায়ককে জুতাপেটা করেন তাঁর দলের সাংসদ। পরে ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে দেখা গেছে, বিজেপির সাংসদ শরদ ত্রিপাঠির সঙ্গে বিধায়ক রাকেশ সিং এক জায়গায় বসে কথা বলছেন। স্থানীয় একটি সড়কের ভিত্তিপ্রস্তরে নিজের নাম না থাকার কারণ জানতে চান শরদ। জবাবে রাকেশ সিং জানিয়ে দেন, এটি তাঁর সিদ্ধান্ত ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আকস্মিকভাবে পায়ের জুতা খুলে রাকেশ সিংকে উপর্যুপরি মারতে থাকেন শরদ। এরপর রাকেশও চড়াও হন, শরদকে কিল-ঘুষি মারেন তিনি। পরে আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন।