সাদা মরুভূমি, মিশর

প্রকৃতি ও পর্যটন

সাদা মরুভূমিতে যাওয়ার পথে খেঁজুর বীথির ছায়ায় কখনো চোখে পড়বে ছোট ছোট জলাধার। তাতে টলটলে পানি চিক চিক করছে। বিশাল ও বিস্তৃত এ মরুভূমিটি মিশরের পশ্চিম দিকে অবস্থিত।

এর আরো ৪৫ কিলোমিটার উত্তরে অদ্ভুত বিস্ময় রয়েছে, এখানকার পর্যটকদের জন্য। সেটি হলো পুরো এক সাদা মরুভূমি। মরুঝড় এবং কালান্তরের আঘাত ও ক্ষয়ের কারণে এখানে কোথাও ধবধবে সাদা আর ক্রিম রঙের বিশেষ ক্যালসিয়াম-পাথর তৈরি হয়েছে, যা দেখলে স্তম্ভিত হতে হয়। চকচকে পাথরের মনোমুগ্ধকর দৃশ্যাবলীর জন্য এটি বেশ বিখ্যাত।

এছাড়াও সেখানে অসাধারণ মসৃণ চুনাপাথরের আকর রয়েছে। খোলা প্রান্তরে দানবীয় কাঠামোগুলো আশ্চর্য এক ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে বহু বছর। এগুলোর বেশ মনোহারী নাম দেওয়া হয়েছে। যেমন- মাশরুম, আইসক্রিম, টেন্ট, মনোলিথ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *