পটকা মাছ বেলুনাকৃতি মাছ। এটি নিজেকে বেলুনের মতো ফুলাতে পারে। স্বাদুপানি ও লোনাপানির উভয় পরিবেশে বাস করে। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও বিশেষ পদ্ধতিতে রান্না করে পটকা খাওয়া হলেও মাছটি আসলে বিষাক্ত এবং এতে অনেক সময় মৃত্যুও ঘটে থাকে। বাংলাদেশে ৩টি প্রজাতির পটকা মাছ আছে।
সবুজ পটকার শরীর কিছুটা চাপা, প্রায় ১২ সেমি লম্বা, মাথা ও পিঠ চওড়া, লেজের দিক হঠাৎ সরু। এদের পিঠের দিক জলপাই সবুজ, পাশ ও পেট সাদা, পিঠ ও পাশে কালো কালো দাগ থাকে। এরা নদী ও মোহনার বাসিন্দা।
গঙ্গার পটকা প্রায় বেলুনাকার, ৮ সেমি লম্বা, মাথা চওড়া, শরীর বাদামি বা কালো, পাশ ও পেট রুপালি, উপরে ডিম্বাকার ও গোলাকার দাগ থাকে। প্রাপ্তিস্থান মোহনা ও বঙ্গোপসাগর।
দাগফুটকি পটকার মাথা ও পিঠ চওড়া, লেজের দিক হঠাৎ সরু, পিঠ সবুজ-হলুদ, পেট সাদা। সারাদেশে স্বাদুপানিতে সর্বত্রই আছে।
পটকা মাছ বাণিজ্যিকভাবে গুরুত্বহীন।