‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০’ এ প্রকাশিত হয়েছে তরুণ কবি অরূপ রতন আচার্য্য-এর নতুন কাব্যগ্রন্থ বিমূর্ত অবয়ব।
যুগ যন্ত্রণার অস্থিরতায় আষ্টেপৃষ্ঠে বাঁধা সংবেদনশীল এক তরুণের হৃদয়ের গভীর থেকে উদগিরিত কিছু পঙতিমালা বিমূর্ত অবয়ব। অন্তর্গত বিদ্রোহ, বিদ্রুপ, শ্লাঘা, কখনো-বা আবেগঘন রোমান্টিকতা এবং বিরহকাতরতায় প্রচ্ছন্ন কবিতাগুলো মূর্ত হয়ে ওঠে বিশেষ অবয়বে। কবিতা কথা কয় কখনো ঋজু, কখনো তির্যক, কখনো-বা হাস্যরসের ধারায়। সমাজের প্রথাগত সংস্কারের অসংগতি কবির নিজস্ব ভাবনাকে গভীরভাবে আহত করে। মানবিক অনুভূতিগুলো কুরে কুরে খায় বিবেক, খুব তাগিদ দেয় প্রতিবাদের, তারই ফলশ্রুতিতে কবিতা বাঙময় হয় কঠিন এক প্রতিবাদের ঝান্ডা হয়ে।
তারুণ্যের প্রেমময় আবেগ, প্রকৃতির আবেশ কবিতায় আপ্লুত হয় নিজস্ব রূপে। বিরহ যন্ত্রণার আকুতি হয়ে স্ফুটিত হয়েছে, আবার রসাত্মবোধেও মূর্ত কিছু কবিতার শরীর।
গ্রন্থটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী জহিরুল ইসলাম ভূঞা সেতু। মূল্য ১১০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে অনিন্দ্য প্রকাশের স্টলে (প্যাভিলিয়ন নং ৩১) বইটি পাওয়া যাচ্ছে।
অরূপ রতন আচার্য্যের প্রথম কাব্যগ্রন্থ বিমূর্ত সত্তা প্রকাশিত হয় ২০১৫ সালে। পাঁচ বছর পর তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থটি প্রকাশিত হল।