ঐশ্বরিয়া যেভাবে অভিষেককে সবুজ সংকেত দিয়েছিলেন

বিনোদন

১৩ বছর আগের এক ২০ এপ্রিলে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন ধুমধাম আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তারও কিছুদিন আগে, ২০০৭ সালের জানুয়ারির ১৩ তারিখ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক শীতের বিকেল। সেই বিকেলও খুব গুরুত্বপূর্ণ একটা সময় অভিষেক বচ্চনের জীবনে। সেদিনই তিনি শীতে জমে যাওয়া এক বারান্দায় হাঁটু গেঁড়ে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করেছিলেন, ‘আমাকে বিয়ে করবে?’ আর ঐশ্বরিয়া দিয়েছিলেন সবুজ সংকেত।

২০১৭ সালের সেই দিনে অভিষেক টুইটারে লিখেছিলেন, ‘আজ (২০ এপ্রিল) সেই দিন। ১০ বছর আগে এই দিনে পৃথিবীর সবচেয়ে রূপবতী–গুণবতী নারী, নিউইয়র্কের ঠান্ডায় জমে যাওয়া এক বিকেলে আমায় “হ্যাঁ”বলেছিল।’ ২০০৭ সালের সেই মুহূর্ত নিয়ে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন এভাবে, ‘সেই সময় যোধা আকবর ছবির শুটিং চলছিল। আমি মোটেই প্রস্তুত ছিলাম না। নিউইয়র্ক থেকে ফিরে বাকি থাকা গানের শুটে যোগ দিলাম। “খাজা মেরে খাজা” গানের শুটিং। ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকড় বলল, “আরে, তোমার নাকি বাগদান হয়ে গেছে।” আমি তো চুপ। হৃতিক এসে আমাকে জড়িয়ে ধরল। আমার বউয়ের সাজের সেই অনুভূতি গানের সঙ্গে ক্যামেরায় ধরা পড়ল। পর্দায় যেটা দেখা গেল, সেটা অভিনয় নয়, আসল। আমার ভেতরকার সত্যিকারের অনুভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *