কোভিড-১৯ এখন জীবনের আসল খেলা: মাশরাফি

ক্রিকেট খেলা

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। কিছুটা ছন্দ মিলিয়ে লেখা স্ট্যাটাসে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত তারকা পেসার বরাবরের মতো কোভিড-১৯ থেকে বাঁচার উপায়ের ওপর গুরুত্ব দিয়েছেন।

‘মেসি, রোনালদো, বেল, বিরাট, রুট, উইলিয়ামসন, ফেদেরার, নাদাল, জোকোভিচ… এটি শুধু একটি খেলাই। কোভিড-১৯ এখন জীবনের আসল খেলা। আশা করি, তারকারা আবার পুরো প্রাণশক্তিতে মাঠে ফিরবে এবং সবাই তাদের স্কিল দেখবে ও উপভোগ করবে। আর এটিও অনুভব করবে, কখনও কখনও খেলার চেয়েও বেশি কিছু আছে। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ মানুষের মতো ক্রীড়া তারকারাও গৃহবন্দি। নিজ নিজ ইভেন্টে প্রতিপক্ষের সঙ্গে লড়ার বদলে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, বিরাট কোহলি, রজার ফেদেরারদের সবাই এখন নেমেছেন করোনাযুদ্ধে। চলমান পরিস্থিতি যেন চোখে আঙুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছে, মাঠের খেলার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ জীবন ও জীবনের লড়াই। সময়ের সবচেয়ে কঠিন এই সত্যটিই মাশরাফি বিন মর্তুজা তুলে ধরেছেন তার লেখনীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *