বরিশালের মূলাদী উপজেলার আলিমাবাদ গ্রামে করোনা আক্রান্ত এক ব্যাক্তির দাফন নিয়ে পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তি এই গ্রামের শামসু খাঁ’র ছেলে দেলোয়ার খাঁ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার খাঁ ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা যায়। মৃত্যুর পর তাঁর লাশ গ্রামের বাড়ি আলিমাবাদে নিয়ে আসা হয়। বাড়িতে লোকজনের উপস্থিতিতে গত ২৮ এপ্রিল মঙ্গলবার জানাজা দিয়ে লাশ দাফন করা হয়।
ঘটনার দুইদিন পর জানা যায় সে করোন পজেটিভ ছিলো। এ নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতের বাড়ি ও আশেপাশের এলাকায় লকডাউন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনসচেতনতামূলক মাইকিং করে এলাকা লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । মৃতের বাড়ি সহ জানাজায় উপস্থিত সকলকে সতর্কতা অবলম্বনে পুরোপুরি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।