নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ স্থগিতের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল আগেই। তবে এ আসরটি পরে কখন অনুষ্ঠিত হবে তা আগে জানানো হয়নি। অবশেষে নিশ্চিত করা হয়েছে নতুন সূচি। ২০২২ সালে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ এ আসর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
আগামী ২০২১ সালে ইংল্যান্ডে নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ছিল। পুরুষদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও টোকিও অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে নেওয়ায় বাধ্য হয়েই এক পেছাতে হয় নারীদের ইউরোও। তবে আগের নির্ধারিত ভেন্যু ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে আসরটি।
২০২১ সালে ৭ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওল্ড ট্রাফোর্ডে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মোট ১০টি ভেন্যুতে আসর গড়িয়ে ফাইনাল হওয়ার কথা ওয়েম্বলিতে। ২০২২ সালে ঠিক একই সময় ও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ আসরটি।