আর দুপুরের দিকে শুভশ্রী টুইটারে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। আপাতত বাড়িতেই আইসোলেশন আছেন । চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন।
শুভশ্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে ইউভান একদম সুরক্ষিত। সে আপাতত কেয়ারটেকারের কাছে আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। সব রকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজড করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।’
গত সপ্তাহে শুভশ্রী ডান্স বাংলা ডান্স প্রতিযোগিতার শুটিং করেছিলেন। শুভশ্রী তাঁর সন্তানের জন্মের পর এই প্রথম শুটিং সেটে ফেরেন।