প্রিয় জনের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়ে আচমকাই ভালো লাগল মোমো। খাঁটি তিব্বতী খানা । খাঁটি তিব্বতী খানা। মোমো এখন বাঙালির প্রিয় পদে পরিণত হয়ে গিয়েছে। এক নিমেষে মন ভাল করে দেওয়া খাবার মানেই মোমো।
উপকরণ: ১৫০ গ্রাম চিকেন কিমা, ১০০ গ্রাম পেঁয়াজ কুচি, ২টি কাঁচা লঙ্কা কুচি, ২ চা চামচ সয়া সস, আদা কুচি, রসুন ৩-৪ কোয়া
প্রণালী: ভাল ভাবে লবন দিয়ে ময়দা মাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাখাটা নরম হয়। অন্যদিকে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা-রসুন-লঙ্কা কুচি, সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। ময়দাটা ৮ ভাগে ভাগ করে নিতে হবে। এরপর বলগুলিকে পাতলা করে বেলতে হবে। মাঝে একটা চামচ রেখে একটু চ্যাপ্টা করে চিকেনের পুরটা ভরতে হবে। এরপর শক্ত করে বন্ধ করতে হবে মোমোর মুখ, যাতে পুর বেরিয়ে না যায়।
স্টিমারে খানিকটা সিসেম অয়েল বা তিল তেল মাখিয়ে নিয়ে তারপর ২০ মিনিট ধরে মোমোগুলি স্টিম করতে হবে। বাড়িতেই তৈরি চিকেন মোমো।