ভারতবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন মর্গ্যান

ক্রিকেট খেলা

পঞ্জাব কিংসের বিরুদ্ধে চার ম্যাচ পর জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে পেরে স্বস্তিতে অইন মর্গ্যান। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ভারতবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

মর্গ্যান বলেন, ‘‘আমরা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকলেও এর বাইরের ভয়াবহ অবস্থা সম্পর্কে আমরা জানি। তাই আমরা শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষের কাছেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আপনি যদি বাইরে যান, অবশ্যই মাস্ক পরুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা বাড়িতে থাকাকালীনও খুব খারাপ সময় দেখেছি। কেকেআর-এর পক্ষ থেকে সকলের সুস্থতা কামনা করি। আসুন আমরা একসাথে মিলে এই ভাইরাসকে প্রতিহত করি।’’

ম্যাচে জয় পাওয়া নিয়ে তিনি বলেন, ‘‘আমরা দারুণ খেটেছি। তবে প্রতিযোগিতার প্রথম দিকে মাঠে ভাল কিছু করে দেখাতে পারিনি। আজ আমরা খুব ভাল খেলেছি। বিশেষ করে আমাদের বোলাররা দারুণ বল করেছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *