তরুণ প্রজন্মের কিছু নতুন গান নিয়ে খুব শীঘ্রই মার্কেটে আসছে নতুন সঙ্গীত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ডোরবেল।
ডোরবেল এর চিপ অপারেটিং অফিসার এ আর খান বলেন “আমরা মূলত বর্তমান প্রজন্মের নতুন কিছু গান নিয়ে কাজ করছি। আমাদের একটি অভিজ্ঞ টিম রয়েছে। আশা করছি আমরা দর্শক-শ্রোতাদের কিছু ভালো গান ও ভিডিও উপহার দিতে পারব। ”
তরুণ সংগীতশিল্পী সাদাত হোসাইন বলেন “ডোরবেল মূলত যারা নিজে গান লেখে, সুর করে ও নিজে গায় তাদের নিয়ে কাজ করে। বিষয়টি আমার ভালো লেগেছে। আশা করছি ডোরবেল মার্কেটে ভালো সাড়া ফেলবে।”
ডোরবেলের সি ই ও সৈয়দ শিপন বলেন “খুব শীঘ্রই ডোরবেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আমরা আশাবাদী। ”
তরুণ শিল্পীদের নতুন পাঁচটি গান নিয়ে শীঘ্রই যাত্রা শুরু করছে ডোরবেল।