ফোক গান দিয়ে ডোরবেলের  যাত্রা শুরু

বিনোদন

তরুণ প্রজন্মের  নতুন  গান নিয়ে ৩ মার্চ, বৃহস্পতিবার মার্কেটে আসছে নতুন  সঙ্গীত  প্রযোজনা ও পরিবেশনা  প্রতিষ্ঠান ডোরবেল

ডোরবেলের প্রথর গানটির শিরোনাম ‘আড়ালে কালার চোখে নেশা লেগেছে’।  গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রবিন শেখ। গানটিতে কন্ঠ দিয়েছেন রঙ্গন হৃদ্দ । গানটির সংগীতায়োজন করেছেন সাদাত হোসাইন ।

নতুন এই গান প্রসঙ্গে ডোরবেল এর চিপ অপারেটিং অফিসার এ আর খান বলেন “আমরা মূলত বর্তমান প্রজন্মের নতুন  কিছু গান নিয়ে কাজ করছি। ‘আড়ালে কালার চোখে নেশা লেগেছে’ গানটির কথা লিখেছেন রবিন শেখ। ওর গীতিকবিতা গুলো চমৎকার। গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। আশা করছি তাদের ভালো লাগবে গানটি।”

ডোরবেল মিউজিক জানায়, আগামী ৩ মার্চ, বৃহস্পতিবার তাদের ইউটিউবে প্রকাশ করা হবে আড়ালে কালার চোখে নেশা লেগেছে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *