‘তোর মন পাড়া’ গানের ব্যাপক জনপ্রিয়তার পর একই ধারাবাহিকতার একই লোকেশন, একই নায়িকা নিয়ে এলো নতুন গান “লাগেনা লাগেনা ভালো”। বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ডোরবেল মিউজিক’-এর ব্যানারে এই ঈদে মুক্তি পেয়েছে গানটি।
ডোরবেলের প্রযোজনায় গানটির কথা ও সুর করেছেন মাহদি সুলতান। গানটি নিয়ে উৎসাহ প্রকাশ করে প্রযোজনা সংস্থা ‘ডোরবেল মিউজিক’-এর কো-অর্ডিনেটর এ আর খান বলেন – দর্শকপ্রিয়তার বিষয়টি মাথায় রেখেই আমরা সামনে এগুচ্ছি। আশাকরি আমাদের মিউজিক্যাল ফিল্মগুলো সবার কাছে ভালো লাগবে। চমৎকার কিছু গান আমরা পেয়েছি। আগামীতে আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আছে।
সুর তাল ছন্দে হৃদয় ছোঁয়া গানটিকে আপন করে নিচ্ছেন দর্শকরা। সেইসাথে ক্যানভাসে আঁকা ছবির মতো একরাশ মুগ্ধতা ছড়িয়ে মিউজিক্যাল ফিল্মটি যেন নিয়ে যায় কল্পনার স্বপ্নসাগরে। দুষ্টু-মিষ্টি প্রেম দোলা দেয় প্রাণে। ক্ষণিকের জন্য দর্শকদের নিয়ে দাঁড় করায় মনের মানুষের আঙিনায়। খুনসুটি চলে, তবে কি তা বিরহের সুরে? ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন শাকিলা পারভিন, সিয়াম মৃধা ও শিমুল রাজ।