ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি!
ইরানের উপর ইসরায়েলি হামলার প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে তেলআবিবকে সাহায্য করেছে সৌদি আরব! এমন বিস্ফোরক দাবি তুলেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ইসরায়েল হাইয়োম।
সংবাদমাধ্যমটির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ১২ দিনের সামরিক সংঘাতে ইরানের ছোড়া ড্রোন ঠেকাতে সৌদি আরব গোপনে তার প্রতিবেশী দেশ জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়েছিল। তেহরানের হামলা ঠেকাতে এসব আকাশযান ব্যবহার করা হয় বলে দাবি প্রতিবেদনের। যদিও রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা স্বীকার করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় সৌদি আরব এ সহায়তা করেছে। ইরানের ছোড়া বিস্ফোরক ড্রোনগুলো ধ্বংস করতে সৌদি বিমান বাহিনী সক্রিয়ভাবে অংশ নেয়— এমনকি জর্ডান ও ইরাকের আকাশসীমায়ও তারা অভিযান চালায়।
প্রসঙ্গত, সংঘাতের শুরুর দিকে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করেছিল। বলেছিল, “ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো আগ্রাসন বরদাশত করা হবে না, এমনকি আমাদের আকাশসীমাও ব্যবহার করতে দেওয়া হবে না।” অথচ এখন তাদের বিরুদ্ধেই উঠেছে গোপনে সহায়তার অভিযোগ।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের দ্বৈত অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে বড় প্রশ্ন তুলছে। বিশেষত যখন পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স প্রকাশ্যেই ইসরায়েলকে সহায়তা করেছে, তখন সৌদি আরবের এই গোপন ভূমিকাকে ‘কৌশলগত দ্বিচারিতা’ বলেও অভিহিত করছেন কেউ কেউ।