সাবিনা গোল না পেলে সিথু জেতে না
সাবিনা গোল না পেলে সিথু জেতে না—এ যেন এক অলিখিত নিয়ম। ইন্ডিয়ান উইমেন্স লিগে টানা চার ম্যাচে গোল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তাঁর দল তামিলনাড়ুর সিথু এফসি জিতেছিল ম্যাচগুলোতে। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোল করতে পারেনি সাবিনা। সিথু এফসি পায়নি জয়, তবে হারতেও হয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইস্টার্ন স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে […]
Continue Reading