ক্লাব বিশ্বকাপে ‘বুড়ো হাড়ের ভেলকি’: রামোস–সিলভা–ফাবিওর দুর্দান্ত প্রদর্শনী

পদার্থের নিয়মে বয়স বাড়লে শক্তি কমে, গতি কমে, তেজও কমে। কিন্তু ফুটবলের মাঠে এই নিয়ম যেন ভুল প্রমাণ করলেন তিন প্রবীণ যোদ্ধা—থিয়াগো সিলভা, সের্হিও রামোস ও গোলরক্ষক ফাবিও। ক্লাব বিশ্বকাপে গতরাতের ম্যাচে নিজেদের অটুট রক্ষণভাগ দিয়ে তাঁরা বুঝিয়ে দিলেন, বয়স শুধুই একটি সংখ্যা! ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছেন সিলভা ও […]